"জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (IEED)"বিস্ফোরনে নিহত বাংলাদেশি তিনজন সৈনিককে "শেষবারের মত শ্রদ্ধা নিবেদন করছেন দায়িত্বরত জাতিসংঘ সদর দপ্তরে।
এভাবে তাদেরকে হারাবো , কখনো ভাবা সম্ভব হয়নি ।
কিন্তু পরে ক্ষণেই মনে পরে যায়,
জীবন ত্যাগ করার জন্যেই তো সেনাবাহিনীতে যোগদান করা ।
আল্লাহ জান্নাত নসিব করুক ।
আমিন
Comments
Post a Comment